প্রকাশিত,০৯,নভেম্বর
শেখ সেলিম রেজা,বিশেষ প্রতিনিধি:
-গাজীপুর শ্রীপুর পৌরসভার পৌর কর্মকর্তাদের প্রতি টেবিলেই চলে অনিয়ম আর দুর্নীতি। টাকা ছাড়া হয় না কোন কাজ,আর আংগুল ফুলে কর্মকর্তারা হয়েছে কলাগাছ।
অনিয়ম দুর্নীতি ও টাকা আত্মসাতের প্রথম সারিতে রয়েছে শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান ও তার অনুসারীরা সহ পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ।
আর এমন চঞ্চলক ঘটনার তথ্য চলে আসে অনুসন্ধানী টিম জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রতিনিধিদের হাতে। উক্ত চঞ্চলক ঘটনার তথ্য খুঁজতে গিয়ে জানা যায়, প্রথম শ্রেণীর পৌরসভাটি নাকি দুর্নীতিতেও প্রথম স্থানে রয়েছে বলে জানান পৌর এলাকার সুশিল সমাজের লোকেরা। তারা আরও জানান,কোন কাজ না করেই শুধুমাত্র কাগজে কলমে ব্যায়বীয় দেখিয়ে প্রকল্পের মাধ্যমে লোপাট করেন তারা কোটি কোটি টাকা। বর্তমানে শ্রীপুর পৌরসভার কর্মরত পৌর নির্বাহী কর্মকর্তা তিনি ছিলেন,(গ) শ্রেণীর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম,এখন হয়েছেন তিনি (ক) শ্রেণীর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। শুধু তাই নয়,ভাগ্য বদলানোর সাথে সাথে বদলে গেল নিজের নামের অংশ, বলেছিলাম (ক) শ্রেণীর শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার কথা।
অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান এবং সহকারি প্রকৌশলী তানভীর,উপ-প্রকৌশলী হারুন-অর-রশিদ,কর আদায়কারী মোবারক হোসেন,লাইসেন্স পরিদর্শক বাবুল মিয়া এবং সার্ভেয়ার মোস্তফা,কনজারভেন্সি ইন্সপেক্টর পদে চাকুরী করেন জহির রায়হান,পৌরসভায় স্বাস্থ্য সহকারী পদে জন্ম নিবন্ধন শাখায় কাজ করেন ফেরদৌস আহমেদ,সহকারী লাইসেন্স পরিদর্শক লিজাএবং তার স্বামী নকসা কারক জসিমসহ আরও অনেকেই তারা নানা দুর্নীতি আর অপকর্মের মাধ্যমে অটল সম্পদের মালিক হয়েছেন।এই কর্মকর্তাদের অনিম দুর্নীতির ধরন হচ্ছে, পৌরসভার জন্ম থেকে মৃত্যুসনদ,নাগরিক থেকে চারিত্রিক সনদ, ব্যাবসায়ীদের ট্রেড লাইসেন্স, কারখানা মালিকদের কাগজ পত্র করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়,ময়লা পরিষ্কারের নামে অতিরিক্ত টাকার বিল ভাউচার করা,পৌরসভা ডিজিটাল ফ্ল্যাট ফর্মের এবং অনলাইন করার কথা বলে কাজ শেষ না করেই একাউন্ট অফিসার আব্দুল কুদ্দুস তিনি টাকা উত্তোলন করেন,পৌরসভায় জনবল নিয়োগ স্থগিত করা,টেন্ডার না দিয়ে কাজ করা, পৌরসভায় কোন নোটিশ বোর্ডে না ঠাংগিয়ে কাজ পরিচালনা করা এবং জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
উক্ত অনুসন্ধানে জানা যায়,শ্রীপুর পৌরসভার পৌর এক নাগরিকের রয়েছে দু’টি জাতীয় পরিচয়পত্র।টাকা দিলেই নাকি শ্রীপুর পৌরসভায় মৃত ব্যক্তির ও খোঁজ মিলে এমনটার গুনজর উঠে এলাকাবাসীর মধ্যে। শ্রীপুর পৌরসভায় টাকা বিহীন নাগরিক সেবা না পাওয়ার অনেক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এমন নানান অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে এমন চঞ্চলক ঘটনার তথ্য খুঁজতে গিয়ে জানা যায়,বিভিন্ন উপায়ে পৌরসভার মূল উৎস গোপন করে এক খাতের টাকা আরেক খাতে নিয়ে,সেই টাকা আবার আরেক খাতে নিয়ে অর্থ আত্মসাৎসহ সহকর্মীদের সাথে বিভিন্ন প্রতারণার অভিযোগের পাহাড় গড়ে তুলেছে (ক)-শ্রেণীর ও (গ)-শ্রেণীর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসান ওরফে রফিকুল ইসলামের বিরোদ্ধে।
উক্ত অভিযোগের তথ্য খুঁজতে গিয়ে অনুসন্ধানী টিম হাতে বেড়িয়ে আসে নানান ধরনের অনিয়মের আমলনামা, বার্ষিক শত কোটি টাকা আয় করা শ্রীপুর পৌরসভার সিন্ডিকেট নাকি অসম্ভবকে সম্ভব করতেও অতিশয় দক্ষ।এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিএমডিএফ এর অর্থায়নে প্রস্তুতকৃত বহেরারচালার আরসিসি রাস্তাটি কর্তন করা হলেও মেরামত হয়নি বিগত এক বছরেও। অথচ উক্ত রাস্তা মেরামতের জন্য এক্স সিরামিক্স ফ্যাক্টরি হতে কাজ শুরুর পূর্বেই পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেন,পৌর নির্বাহী কর্মকর্তা। যা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসান ও তার নিয়ন্ত্রিত সিন্ডিকেট আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও ২০ ফেব্রুয়ারী ২০২৩ শ্রীপুর পৌরসভা কর্তৃক ছাড়পত্রে বলা হয়েছিলো যে, কর্তনকৃত রাস্তাটি ৯০ দিনের মধ্যে সমগ্র কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু বাস্তবে রাস্তাটি মেরামত করা না হলেও ক্ষতিসাধন করা হয়েছে রাষ্ট্রের কয়েক কোটি টাকা, ভুগান্তি ফুহাতে হচ্ছে এলাকার জনগণদের।
শুধু তাই নয়,অপর দিকে ২০১৬ সালের উন্নয়ন কাজের প্যাকেজ নম্বর ০৬/২০১৭-১৮, ১৯/২০১৭-১৮ কাজ গুলো বিভিন্ন জটিলতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মৌসুমি এন্টারপ্রাইজ করতে না পারলেও ২০২৪ সালে সেই অসম্পূর্ণ কাজগুলোর বিল উত্তোলন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।শ্রীপুর পৌরসভার ৩৪ তম মাসিক মিটিংয়ে বিষয়টি উপস্থাপিত না হলেও লিখিতভাবে লিপিবদ্ধ হয়,তাই বিষয়টি জানাজানি হয়। কিন্তু,যেই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করেই বিল তুলেছে সেই প্রতিষ্ঠানটি হালনাগাদ অনিবন্ধিত বলে জানা যায়। উক্ত বিষয়ে আরও জানা যায়,মেসার্স মৌসুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোছাঃ হালিমা খাতুনের স্বামী শ্রীপুর পৌরসভার বহুল বিতর্কিত কর্মচারী ও সাবেক মেয়র আনিসুর রহমানের বিশ্বস্ত ও আস্থাভাজন রোড রোলার চালক মোঃ সবুজ মিয়া। মূলত বিলের অর্ধেক কমিশনের শর্তে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসানের সহযোগিতায় পূর্বের কাজ বর্তমানে দেখিয়ে অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে বিল ছাড় দেওয়া হয়।
অন্যদিকে শ্রীপুর পৌরসভার অর্থ লোপাটের অন্যতম আরেকটি কৌশল হচ্ছে কোটেশনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা।পৌর সূত্রে জানা যায়,শ্রীপুর পৌরসভার বেশির ভাগ কাজই করা হয় আরএফকিউ পদ্ধতিতে। ২০ ডিসেম্বর ২০২২ং তারিখে টেন্ডারের মাধ্যমে শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্রীপুর টু রাজাবাড়ি রাস্তা হতে সাবেক ইউএনও মরহুম রাসেদুল ইসলামের বাড়ীর রাস্তাটি কার্পেটিং এর নোটিশ প্রদান করে। পরে ৭৬২৫৮৪,শ্রী/পৌ/রেব/২২-২৩/০৫ আইডির মাধ্যমে কাজটি সম্পূর্নও করা হয়। কিন্ত এর ঠিক তিন মাস পরই পৌরসভার তহবিল থেকে অর্থ লোপাট করার জন্য ২৪ তম মাসিক সভায় একই রাস্তা দ্বিতীয়বার( ওভারল্যাপিং করে )পূর্ব লোহাগাছের মতিন মাষ্টারের বাড়ি হতে সরাফত মেম্বারের বাড়ী পর্যন্ত ইটের সলিং আরএফকিউ(রিকুয়েষ্ট ফর কোটেশন)মাধ্যমে করার অনুমোদন করা হয়।যদিও উক্ত কাজ করার রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে।কিন্তু কোন নিয়মই মানেন না স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কর্মরত উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেনের বাল্যবন্ধু শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা।শুধু পৌর নির্বাহী কর্মকর্তা নন,শ্রীপুর পৌরসভার প্রত্যেকটি কর্মীই যেনো রাতের আঁধারে আলাদিনের চেরাগ পেয়েছেন,আংগুল ফুলে হয়ে গেছে কলা গাছ। শুধু তাই নয়,অটোরিক্সা চালক রোড রোলার চালক সবুজ হয়েছেন বিপুল সম্পদের মালিক।একাধিকবার গণমাধ্যমে তার আংগুল ফুলে কলাগাছ এর কথা তুলে ধরা হলেও পৌর নির্বাহী কর্মকর্তা নেন নি তার কোনো ব্যবস্থা।
উক্ত অভিযোগ কারী কর্মকর্তাদের বিরুদ্ধে,গাজীপুর জেলা প্রশাসক,বাংলাদেশ সেনাবাহিনী জেলা কমান্ডার,শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শ্রীপুর পৌর এলাকার সুশীল সমাজ।সুশীল সমাজের লোকেরা আরও বলেন,দুর্নীতিবাজ কর্মকর্তাদের পিএফএ টাকা যেনো কোনো ভাবেই উত্তোলন না করতে পারে এবং দেশ ছেড়ে পালাতে না পারে ও তাদের সম্পদের হিসাব দুদকের আমলে নেওয়া হয়, এই জন্য প্রসাশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন তারা। তারা আরও জানান,এই দুর্নীতিবাজদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পৌরবাসী।
জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রতিনিধিরা সুশীল সমাজের লোকদের অভিযোগ আমলে এনে এবং রাষ্ট্রের কথা চিন্তা করে অনিয়মের তথ্য খুঁজতে মাঠে নামে।এমতাবস্থায় প্রথম শ্রেণীর শ্রীপুর পৌরসভার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পাল্লা ভারী হয়ে উঠে শেষ সংবাদ পত্রিকার অনুসন্ধানী টিম এর হাতে।তাই উক্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এর বিষয়ে শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন ধরনের তথ্য দিতে তালবাহানা করেন। পরে ২০২৩-২০২৪ অর্থ বছরের পৌরসভার উন্নয়ন কাজের ও আয় এবং ব্যয়ের তথ্য ও তালিকা পাওয়ার জন্য গত ২৫/০৯/২০২৪ ইং তারিখে তথ্য প্রাপ্তির ফরমে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এর বরাবর একটি আবেদন করা হয়।তার পরেও আজ ও শ্রীপুর প্রথম শ্রেণীর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান দেয়নি উন্নয়ন কাজের এবং আয় ও ব্যয়ের কোন তথ্যের কাগজ।তথ্য ফরমে আবেদন করার পরেও তার কাছ থেকে মিলিনি কোন ধরনের তথ্য,তাই উক্ত তথ্য পাওয়ার বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের তালবাহানা করে যাচ্ছে আজও।তাই উক্ত উন্নয়ন কাজের এবং আয় ও ব্যয়ের তালিকা পাইবার বিষয়টি আপিলের জন্য জেলা প্রশাসক এর বরাবর আবেদন করার প্রস্তুতি চলছে।তাই সকল অনিয়মের তথ্য জানতে চোখ রাখুন তৃতীয় পর্বে।
(পর্ব -২ চলমান)
৩ য় পর্ব দেখতে চোখ রাখুন,আমাদের পেইজে ও পত্রিকার পাতায়।
আপনার মতামত লিখুন :