দুই শতাধিক রিকসা চালকের  মাঝে ঈদের উপহার দিলেন পটিয়ায়  যুবলীগ নেতা এনাম মজুমদার ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১২, ৫:২৮ অপরাহ্ন /
দুই শতাধিক রিকসা চালকের   মাঝে ঈদের উপহার দিলেন পটিয়ায়   যুবলীগ নেতা এনাম মজুমদার ।

প্রকাশিত,১২, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

-এবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নর  বিভিন্ন স্পটে উপজেলা যুবলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এনামুল হক মজুমদার  ১০ এপ্রিল বুধবার সন্ধায়    দুই শতাধিক গরীব, অসহায়, অসচ্ছল,  রিকশা চালকদের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি শার্ট বিতরণ করেছেন। 

 এনামুল হক মজুমদার এর ঈদের উপহার পেয়ে এলাকার  সাধারণ মানুষ ও রিকশা চালকগণ আনন্দিত বলে  এলাকার লোকজন জানান, 

যুবলীগ নেতা এনামুল হক মজুমদার একজন ভালো মানুষ, তিনি করোনাকালীন সময়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আলোচনা উঠে আসেন এবং জনপ্রিয়তা রয়েছে এলাকায়। 

সাধারণ মানুষের পাশে  বিপদে আপদে ছুটে যান বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে। 

এ ব্যাপারে এলাকার  সমাজ সেবক ফয়জুল কবির চৌধুরী জানান, এনামুল হক মজুমদার একজন  ক্লিন ইমেজ রাজনীতিতে বিশ্বাসী, সে অন্যায়ের প্রতিবাদ করে বলে সাধারণ মানুষ তাকে প্রচন্দ করেন,  পাশাপাশি  এনামুল হক মজুমদার জনপ্রিয় একজন উদীয়মান যুবনেতা হিসাবে পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন 

  বলে তার এলাকার লোকজন জানান।

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

১০/০৪/২৪