দুই মেয়র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, দুই সাংবাদিক আহত


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০১-৩০, ৪:১৩ অপরাহ্ন / ১৪
দুই মেয়র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, দুই সাংবাদিক আহত

প্রকাশিত, ৩০ জানুয়ারি, ২০২১

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে
পৌরসভা নির্বাচনে শফিকুল ইসলাম হবি (নৌকা) ও সৈয়দ রফিকুল ইসলামের (নারিকেল গাছ) কর্মী-সমর্থদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় ছবি তুলতে গেলে দুই সংবাদকর্মী আহত হয়েছেন। এ সময় এনটিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নারিকেলগাছের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় ছবি তুলতে গিয়ে দুই গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এ সময় এনটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়।

আহতরা হলেন এনটিভির ক্যামেরাপারসন মাসুদ রানা ও একাত্তর টিভির ক্যামেরাপারসন জামান।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে গৌরীপুরের শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে

গৌরীপুর সার্কেল এএসপি শাকের হোসাইন সিদ্দিকী বলেন, পৌরসভা নির্বাচনে শফিকুল ইসলাম হবি (নৌকা) ও সৈয়দ রফিকুল ইসলামের (নারিকেলগাছ) কর্মী-সমর্থদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় ছবি তুলতে গেলে দুই সংবাদকর্মী আহত হয়েছেন। এ সময় এনটিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।