প্রকাশিত,২১, জুলাই,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সৈয়দপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার পাশে মা ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা একজনের মৃত্যু।
ট্রাকে চাকায় পৃষ্ঠ হয়ে মারা যান মৃত ব্যক্তির বাড়ি চিরির বন্দর উপজেলা ১২নং আলোক ডিহি ইউনিয়নের মোজাম চৌধুরী পাড়া বাড়ি মৃত ব্যক্তির পিতা নাম বকুল বকুল মুন্সি মৃত ব্যক্তির নাম মিন্টু মিয়া বয়স ২৭ বছর ঘটনার সময় দুপুর ২টা প্রত্যক্ষদর্শীরা জানাই মা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে সৈয়দপুর যাওয়ার সময় ঘটনা মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেন
দশ মাইল হাইওয়ে থানার এ এস আই ননীগোপাল ।
আপনার মতামত লিখুন :