দিনাজপুর গোবরা পাড়ার ঘাটে সিফাত (৪) ও সিয়াম (৪) নামে ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৬, ১০:১৪ অপরাহ্ন /
দিনাজপুর গোবরা পাড়ার ঘাটে সিফাত (৪) ও সিয়াম (৪) নামে ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু।

প্রকাশিত,০৬, জুলাই,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর গোবরা পাড়ার ঘাটে সিয়াম (৪) ও সিফাত(৪) নামে ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু।
দিনাজপুর শহরের ১ নং ওয়ার্ডের গোবরা পাড়া
সিফাত (৪)
পিতা- মোঃ রাহাত বাবু,
সিয়াম(৪)
পিতা – জহুরুল ইসলাম,

তাদের চাচা নদীতে মাছ ধরতে গেলে তারা পিছনে পিছনে গোবরা পাড়ার ঘাটে যায়। তাদের চাচা মাছ ধরে বাড়িতে চলে আসে পরবর্তীতে তাদের চাচা মাছ ধরে বাড়িতে আসার পর দেখে তারা নাই। এরূপ অবস্থায় তারা সবাই মিলে বাচ্চাদের খোঁজা খুঁজি করিতে থাকলে প্রথমে সিয়াম(৪) কে গোবরা পাড়ার ঘাটে পাওয়া যায় এর কিছুক্ষণ পরে সিফাত(৪) কে রাজ পাড়া ঘাটের কাছে পাওয়া যায়। সাথে সাথে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয় দুইজনকেই মৃত্যু বলে ঘোষণা করেন।