টালিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকার (দেব) বলেছেন, আমি রাজনীতিতে এসেছিলাম দিদির (মমতা ব্যানার্জী) হাত ধরে, থেকেও গেলাম দিদির হাত ধরে। সোমবার (১২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে চর্চার বিষয় ছিল রাজনীতি থেকে দেব অবসর নিচ্ছেন কি না। শনিবার (১০ ফেব্রুয়ারি) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দেব। তারপরে তিনি বলেছিলেন, রাজনীতি আমাকে ছাড়ছেই না। অর্থাৎ চলতি বছরের লোকসভা নির্বাচনে তিনি আবারও ঘাটাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা একপ্রকার স্বীকারই করে নিয়েছেন দেব।
আপনার মতামত লিখুন :