দামুড়হুদার মুন্সিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ৪জনকে কুপিয়ে জখম!


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-১৬, ১১:২১ অপরাহ্ন /
দামুড়হুদার মুন্সিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ৪জনকে কুপিয়ে জখম!

প্রকাশিত,১৬,অক্টোবর

নিজস্ব প্রতিবেদক।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার মুন্সিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরধরে দুই নারী এক বৃদ্ধাসহ ৪জনকে কুপিয়ে ও মারপিট করে জখম করা হয়েছে।

গত (১৩অক্টোবর) রবিবার দুপুরের দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য রানা হোসেন বাদী হয়ে দশজনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার মুন্সিপুর মাঝপাড়া গ্রামের মৃত জেবের মল্লিকের ছেলে নোয়াজেস, জাহাঙ্গীর, সাইদুল ও নজরুল। সাইদুলের ছেলে ফয়সাল ও ফরহাদ। নজরুল ছেলে শরীফ ও সাইফুল এবং খোদাবক্সের ছেলে ইমদাল।

ভুক্তভোগী রানা হোসেন জানান, আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে একটি চক্র। এরই ধারাবাহিকতায় গত রবিবার দেশীয় অস্ত্রের সশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে আমার বাপ এবং বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ঘটনার স্থল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এ জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা রয়েছে এবং মামলায় আদালতের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলের পায়তারা করছে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর কবির জানান, এবিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে।