জাতীয় পার্টিতে রওশনপন্থীদের অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এ বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।