প্রকাশিত,১৮,ডিসেম্বর,২০২৩
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ত্রিশালের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন “ত্রিশাল হেল্পলাইন” এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন এবং ত্রিশাল হেল্পলাইনের ৫০ হাজার সদস্যের পূর্তি উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট “বিজয় উৎসব” সীজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে
ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ১৭ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সহকারী কমিশনার (ভূমি)
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল)অরিত সরকার,৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নূরে আলম সিদ্দিকী।
সভাপতিত্ব করেন,ত্রিশাল হেল্পলাইন সভাপতি ফয়সাল আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ত্রিশাল হেল্পলাইনের সদ্য সাবেক সভাপতি ও SS Technologies এর স্বত্বাধিকারী মো: খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ এ মানিক, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, উপ প্রচার সম্পাদক তামিম হোসেন, উপ ক্রীড়া সম্পাদক মোবায়েত আলম ছোটন, ইউনিয়ন সমন্নয়ক, সহ সমন্নয়ক সহ সাধারণ সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষ সভাপতির একান্ত সাক্ষৎকারে আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সভাপতি ফয়সাল আহমেদ বলেন, মহান বিজয় দিবস বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম দিয়েছিলাম। সেই মহান বিজয় দিবস উদযাপন করতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছুবল থেকে রক্ষা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :