ত্রিশাল থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-১১, ১১:৪৮ অপরাহ্ন /
ত্রিশাল থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫,

প্রকাশিত,১১,ফেব্রুয়ারি

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারী দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি এর তদন্তে প্রাপ্ত আসামী জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল পৌর শাখার আহ্বায়ক পৌরসভার ভাটিপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ রুবেল সরকার, এবং উপজেলার ত্রিশাল সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাগান গ্রামের মৃত ইন্তাজ আলী মেম্বারের ছেলে জসিম উদ্দিন বাচ্চু।ত্রিশাল পৌরসভার উজানপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া, আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে রুবেল মিয়া, মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ স্বপন মিয়া।ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান,বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।