প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃত চোর উপজেলার বালিপাড়া ইউনিয়নের আমিয়ান ডাংগুরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সরোয়ার হোসেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি ) দুপুর ২টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার এ তথ্য জানান,এসময় উপস্থিত ছিলেন এস.আই নূরে আলম সিদ্দিকি, এ.এস.আই মোঃ আবু হানিফ,এ.এস.আই আলমগীর এবং ত্রিশালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাগেছে ,গত ১৯ ফেব্রুয়ারি অটোচালকের বসত বাড়ির পূর্ব পাশে অটো রিকশা রেখে ঘুমিয়ে যায় পরে ভোর ৪টায় উঠে অটোরিকশাটি দেখতে না পেয়ে আশেপাশে খুজাঁখুজি করে না পেয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করলে ত্রিশাল সার্কেল অরিত সরকারের দিক নির্দেশনায় ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার ও তার সংঙ্গীয় ফোর্স এর অভিযানে ডাংগুরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সরোয়ার হোসেনকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্য মতে ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়নের আমিয়ান ডাংগুরি গ্রামের হামিদ উদ্দিনের রান্না ঘরের পিছন থেকে চোরাই অটো রিকশা উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :