ত্রিশালে মেধা যাচাই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই উপহার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৮, ১১:১৩ অপরাহ্ন /
ত্রিশালে মেধা যাচাই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই উপহার।

প্রকাশিত,২৮,ডিসেম্বর

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশালে “বই হোক তারুণ্যের হাতিয়ার” প্রতিপাদ্যে পালিত হলো সংক্রান্তি মেধা যাচাই উৎসব-২০২৪। রাণীগঞ্জ পাঠাগারের সহযোগিতায় দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এ উৎসবে শুক্রবার (২৭ ডিসেম্বর) মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

উৎসবের আয়োজকরা প্রতিযোগীদের শুভেচ্ছা উপহার হিসেবে বই প্রদান করেন। রাণীগঞ্জ পাঠাগারের সভাপতি তানভীর আহম্মেদ বলেন, “শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে প্রতি বছর আমরা এই আয়োজন করি। এবারের উৎসবে সবাইকে বই উপহার দিয়ে তাদের চিন্তার জগৎ প্রসারিত করার চেষ্টা করেছি।”

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রোবায়েত হুসাইন রুসাত বলেন, “পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানমূলক বই পড়তে ও পাঠাগারমুখী হতে আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করছি।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অভ্যাস তৈরি ও তাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।