প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২৩
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রবীন নেতা হাবিবুর রহমান খান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণসংযোগের অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ অব্যাহত রেখেছেন।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে নৌকা প্রতিকে ভোট চাইছেন তিনি।পথসভা উঠান বৈঠক ও সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে মাঠ চষে বেড়ানোর পাশাপাশি ১২ সেপ্টেম্বর বিকালে ত্রিশালে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধু পরিষদের আজীবন উপদেষ্টা হাবিবুর রহমান খান।দলমত নির্বিশেষে এলাকায় ভোটারদের মাঝে গ্রহণ যোগ্যতা রয়েছে তার।ত্রিশালের পুর্ব এলাকায় উপজেলার ভোট ব্যাংকের বড় একটি অংশ রয়েছে তার নিজ এলাকায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান খান উপজেলার ১২টি ইউনিয়নের তৃর্ণমুল সহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
আপনার মতামত লিখুন :