প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের মতো ময়মনসিংহের ত্রিশালে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ ইং উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুখুমিয়া পার্কে
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীটি হয়।
সকালে দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রধানমন্ত্রী কর্তৃক
শুভ উদ্বোধন বিটিভি থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি উপভোগ করেন অতিথিরা। পরে স্থানীয়ভাবে ফিতা কেটে ও পাইরা উড়িয়ে প্রদর্শনী উদ্বোধনের মধ্যদিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:নাজরীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: এমদাদুল হক।এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
আলোচনা শেষে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান খামারিদের অংশ গ্রহণে মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
আপনার মতামত লিখুন :