প্রকাশিত,২৬, নভেম্বর,২০২
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দলের বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে উল্লেখ করা হয়।
ময়মনসিংহ -১৫২,ত্রিশাল-৭ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়েছে দুইবারের নির্বাচিত বর্তমান সাংসদ আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী।
অপরদিকে নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে আসা শ্রমের পরীক্ষা দিতে মনোনয়ন না পেয়ে জনগণের উপর আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়বে তিন তিন বারের নির্বাচিত বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জান।
আপনার মতামত লিখুন :