ত্রিশালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই ব্যাক্তিকে জরিমানা


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০২-০১, ৩:১৬ পূর্বাহ্ন / ৩০
ত্রিশালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই ব্যাক্তিকে জরিমানা

প্রকাশিত, ১ ফেব্রুয়ারি, ২০২১

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়ৃনসিংহের ত্রিশালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই ব্যাক্তিকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রবিবার ৩১ শে জানুয়ারি পৌর শহর থেকে পৌরসভা নির্বাচন ২০২১ এ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৫ অনুসারে ০১ জন কাউন্সিলর প্রার্থী ও ০১ জন মেয়র প্রার্থীর সমর্থক কে মিছিল ও শোডাউন করার জন্য সর্বমোট ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ত্রিশাল পৌরসভা নির্বাচনের আচরণ বিধি ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তুষার উক্ত দন্ড প্রদান করেন।

তিনি আচরণবিধি ভঙ্গের যে কোন অভিযোগ নির্বাচন কমিশন অথবা আচরণবিধি ম্যাজিস্ট্রেট কে অবহিত করার পাশাপাশি পৌরসভা নির্বাচনের সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান।

এস.এম জামাল উদ্দিন শামীম

ময়মনসিংহ।