প্রকাশিত,১৬, মার্চ,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতির সময় একটি পিক-আপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ১৫ মার্চ রাতে অভিযান চালিয়ে উপজেলার বইলর মোড় থেকে তাদের আটক করা হয়।
শনিবার (১৬ মার্চ ) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ত্রিশাল সার্কেল অরিত সরকার এ তথ্য জানান।এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া,বিকাশ চন্দ্র সরকর, এসআই আঃ করিম। এছাড়াও ত্রিশালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন,১।গাইবান্ধা জেলার গাবীন্দগঞ্জ থানার কামার দহ গ্রামের মৃত রাহাতের ছেলে মোঃ রুহুল আমিন(৩২),২।বগুড়া জেলার গাবতলী থানার সারোটিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সুমন মিয়া(২৮),৩।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খুকশিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান(৩৫), ৪।দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সাহাডুবী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ সোহাগ মিয়া,৫।বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোবহানপুর গ্রামের মৃত হাফিজার ছেলে মোঃ আলা উদ্দিন (৫০),৬।গবিন্দগঞ্জ থানার গোপিনাথপুর গ্রামের মৃত লতিফের ছেলে মোঃ জনি(২২),৭।রাজশাহী জেলার কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাহিদ হোসেন জয়নালের ছেলে মোঃ বিজয় ইসলাম বাবু(২৩)।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাগেছে , উপজেলার রায়মনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে দ্রুত পালানোর সময় উপজেলার বইলর মোড়ে দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে রাত ২ ঘটিকায় তাদের আটক করে। তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রঙের পিক-আপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতূের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :