তারণ্যের নলছিটি’র মাদকবিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-২৬, ৬:১২ অপরাহ্ন /
তারণ্যের নলছিটি’র মাদকবিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত ।

প্রকাশিত,২৬, জুন,২০২৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নলছিটি’র উদ্যোগে মাদক বিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬জুন) বিকেলে বিজয় উল্লাস চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস,নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান,নিউ লাইফ মাদকাসক্তী ও মানসিক, সহায়তা, নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিনিধি মো. রিসালাত মীরবহর, শামসুন্নাহার ফাউন্ডেশন’র পরিচালক শাহাদাত ফকির,নলছিটি উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান,রেনেসাঁ ইনফো টেকের পরিচালক আক্তারুজ্জামান প্রমুখ।

অতিথি বৃন্দ মাদকের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন। কিশোর কিশোরীদের মাদকের প্রতি ঝোক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। প্রদর্শনীতে বিভিন্ন মাদক বিরোধী স্লোগান সম্বলিত দেয়ালিকা প্রদর্শন করা হয়। নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রের সহায়তায় প্রদর্শনী শেষে মাদক বিরোধী লিফলেট বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের নলছিটির কনভেনার খালেদ সাইফুল্লাহসহ অনান্য ভলান্টিয়ারবৃন্দ।