প্রকাশিত,২৮,ডিসেম্বর,২০২৩
নিজস্ব প্রতিনিধি
মনির হোসেন শাওন
নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠনের চলমান বিএনপির সরকার বিরোধী আন্দোলনে গ্ৰেপ্তার হয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য-সচিব আমিনুল হক দীর্ঘ দিন কারাবন্দী অবস্থায় আছেন।আমিনুল হকের স্ত্রীর গণমাধ্যম কে জানাই বিভিন্ন থানায় রিমান্ডে থাকা অবস্থায় শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচারের কারণে কারাগারে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন মানবিক দিক বিবেচনা করে হলেও তার স্বামীর মুক্তি যেনো হয়।
আমিনুল হকের অনুসারীরা গণ মাধ্যম কে জানাই-তার অনুপস্থিতিতে হতাশাগ্রস্থ হয়ে ভুগছেন তার কর্মী সমর্থক এবং অনুসারীরা। দীর্ঘ দিন কারাবন্দী এই নেতার মুক্তির দাবি জানিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং রূপনগর থানা যুবদলের অন্যতম যুবনেতা রওশন হাসান ও সোহেল খানের সৌজন্যে আমিনুল হকের মুক্তির পোস্টার ছাপানোর অর্ডার দেওয়া হয় রাজধানীর মিরপুর ১০ নাম্বার আওলাদ হোসেনের প্রিন্টিং প্রেসে। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে কর্মরত কর্মচারী খালেদ কে হাতেনাতে পোস্টার সহ গ্রেপ্তার করে।
মিরপুর থানা থেকে জানানো হয় বিষয়টি যাচাই-বাছাই করে জানতে পারেন খালেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে স্বয়ংসম্পূর্ণভাবে জড়িত এবং সে অনেকদিন ধরেই বিএনপির প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন, তৈরি করে থাকে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা একাধিক নাশকতা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে পুলিশ গণ মাধ্যমে কে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :