প্রকাশিত,১৫,মে,২০২৪
পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
১লা জৈষ্ঠ্যমাস, এই মাসকে বলা হয় মধুর মাস, এই মাসের শুরুতে ফল উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাপলা কুঁড়ির আসরের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র তৃনমুল হতে গড়ে উঠা নেতৃত্ব সাবেক ছাত্র নেতা আলহাজ্ব আইয়ুব বাবুল।
এতে উপস্থিত ছিলেন ডাঃ রেহেনা আক্তার,জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পনির্দেশক হিমাদ্রি বড়ুয়া, নাজিম উদ্দীন, মোঃজাহিদ হাসান লাভলু,আবুল কালাম আজাদ,মোঃ আয়েছ, নুরুল আবছার।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাপলা কুড়ি আসরের শরীফ খান সাবেক সাধারণ সম্পাদক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাপলা কুড়ি আসরের সাবেক সভাপতি অরিজিৎ দাশ অক্য।
এতে ও উপস্হিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাপলা কুড়ি আসরের নেতৃত্ববৃন্দ
জিহাদ ইসলাম, বর্তমান সম্পাদক।
তপু মহাজন, সভাপতি
উপস্থিত রাকিব ইসলাম, নজরুল ইসলাম, হেলাল,শাফিন, জুনায়েদ, মাহবুব মুর্শেদ, রাহুল দাশ শ্রাবণ,রিসমুন,ফয়সাল।
পটিয়া পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ আইয়ুব বাবুল বলেন, মৌসুমী ফল পুষ্টিগুনে ভরা মানব দেহে আহরণের ফলে কঠিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।তিনি সবাইকে বেশি বেশি ফল আহরণের অহবান জানান এবং অসহায় মানুষ যেন মৌসমী ফল খেতে পারেন তাদের পাশে শাপলা কুড়ি আসরের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান।তাকে এ অনুষ্ঠানে অতিথি করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৫/০৫/২৪