প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতকর্মীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার (২১ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে শহরের বড় বাজারের জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন প্রমুখ ।এসময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ছাত্রদলের নেতা কর্মীরা ।
আপনার মতামত লিখুন :