প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২৩
মোঃ মহসিন মৃধা, রাজবাড়ীঃ
রুবেল দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে নানীর মরদেহ বাড়িতে নিয়ে যাবার পথে সড়কে দাঁড়ানো ট্রাককে লাশবাহী ফ্রিজিং গাড়ীর ধাক্কা দিলে গাড়ির সামনে চালককের পাশে বসা মাহিন আলভি (২৪) নামের এক নাতির মৃত্যু হয়েছে।এ ঘটনায় এমবুলেন্স চালক আহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গিয়েছেন বৃদ্ধা নানী আর সেই নানিকে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে নিয়ে আসছিল তার নাতি মাহিন। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় লাশবাহী গাড়িটি। এতে গাড়ির সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।নিহত হৃদয় মাহিন আলভি (২৭) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ি এলাকার মেফতাহুল রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাশবাহী গাড়িটির চালক মিঠুন মিয়া (৩৫)। তিনি ল্যাব এইড মেডিকেলের লাশবাহী ফ্রিজিং গাড়ীর (ঢাকা মেট্রো-শ-১৩-১৪৭৪) চালক হিসেবে কর্মরত আছেন।স্থানীয়দের বরাদ দিয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুর মুখী অবস্থায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমরা ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশবাহী গাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ নারীর মরদেহ ছিল।নিহত আলভির মামা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) শফিকুর রহমান বলেন, ‘আমার মা চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে মারা যায়। আমার মায়ের মরদেহ গাড়িতে দিনাজপুর নিয়ে যাওয়া হচ্ছিলো। লাশবাহী গাড়িতে আমার ভাগিনা (বোনের ছেলে) ছিলেন। দুর্ঘটনায় সে মারা গেলেন। দুটি শোকে আমার পরিবার দিশেহারা।’ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ জানান, ‘দুর্ঘটনায় পতিত লাশবাহী গাড়ীটির চালক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার একটি হাত ভেঙ্গে গিয়েছে।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনার পরপরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। বৃদ্ধা এবং সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুরের নিয়ে গেছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :