ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে  হবে বাধ্য করা হবে- ইদ্রিস মিয়া।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-১৪, ৩:১৬ অপরাহ্ন /
ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে   হবে বাধ্য করা হবে- ইদ্রিস মিয়া।

প্রকাশিত

 পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ্ব   ইদ্রিস মিয়া বলেছেন, অন্তর্বতি সরকার 

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যতাই সময় ক্ষেপন করার চলবে না। নির্বাচনে টালবাহানা চলবে না, জনগণের প্রযোজনে বিএনপি আবারোও আন্দোলন করতে বাধ্য হবে। যেকোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে বিএনপি  সক্ষম। তিনি গতকাল  ১৩ মার্চ বৃহস্পতিবার  বিকেলে ভাটিখাইন 

ইউনিয়ন বিএনপি ও  অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগো  আয়োজিত ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভাটিখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হাকিম এর সভাপতিত্বে তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল সওদাগরের পরিচালনায় এতে বিশেষ অতিথি , সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন,  মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ,জিল্লুর রহমান, ব্যাংকার জাহাঙ্গীর কবির,, কলিমুল্লাহ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, মোহাম্মদ নাছির উদ্দীন,জসিম উদ্দিন,আবু জাফর চৌধুরী,দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,  ডাক্তার জলিল মেম্বার, পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সাবেক ছাত্রদল নেতা এস এম সুমন, মো.  ইলিয়াস।নাজিম উদ্দীন, সেলিম মাষ্টার, নুরুল করিম, কায়সার, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম,এম এ রুবেল  প্রমুখ।