প্রকাশিত,৩০, জানুয়ারি,২০২৪
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলডিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ডিএমপির পক্ষ থেকে গুলফেশা প্লাজা, মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
এলডিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য (অতিরিক্ত দায়িত্ব দফতর) অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান আমন্ত্রণের তথ্য নিশ্চিত করে বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলডিপির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা ড.কর্নেল ( অব.) অলি আহমদ বীরবিক্রম এবং মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।