ঠাকুরগাঁওয়ে বিএনপি’র পদযাত্রা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৮, ৮:৩১ অপরাহ্ন /
ঠাকুরগাঁওয়ে বিএনপি’র পদযাত্রা ।

প্রকাশিত,১৮, জুলাই, জুলাই,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে ঠাকুরগাঁও জেলায় পদযাত্রা কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও সকল উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
মঙ্গলবার ১৮ জুলাই বিকেলে শহরের পাবলিক ক্লাব মাঠ চত্বর থেকে পদযাত্রাটি বের হয়। শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক, বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড গোল চত্বরে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক আনসারুল ইসলাম, জাফরুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, যুবদল সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।