প্রকাশিত,০৯, অক্টোবর,২০২৪
মারুফ সরকার ,সিনিয়র রিপোর্টারঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান এর আদেশক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসমা সিদ্দিকা মিলির দিক নির্দেশনায় অদ্য ৮ অক্টোবর ২০২৩ ইং রবিবার ১২ ঘটিকার সময় আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস ও লেগুনা পরিবহনের ড্রাইভার ও মালিক সমিতির লোকজনকে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়।
ট্রাফিক আইন সংক্রান্ত নির্দেশাবলী বাস এবং লেগুনা ড্রাইভার এবং মালিক সমিতিকে ব্রিফ করা হয়।সকলকে ট্রাফিক আইন মেনে চলতে,বাম লেন সচল রেখে গাড়ি চালাতে,যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দ্বারা গাড়ি না চালানো,গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আপডেট রাখা, মেইন রাস্তার মোড়গুলো ক্লিয়ার রাখা, যাত্রীদের সাথে সুন্দর আচরণ করা, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের সভাপতিত্ব করেন ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) জয়ীতা দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ জোনের সকল টিআইগণ।
আপনার মতামত লিখুন :