প্রকাশিত,৩১, আগস্ট,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাটগাঁতী বাস স্ট্যান্ড পৌরমার্কেট চত্বরে এ খাবার বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নিজামুল হক পারভেজ, সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি বিএম তাওফিক ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মাহমুদ হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লিংকন মোল্লা, সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :