টুঙ্গিপাড়ার সদ্য যোগদানকৃত ওসি আমিনুর রহমান কে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-০৭, ৩:৫৯ অপরাহ্ন /
টুঙ্গিপাড়ার সদ্য যোগদানকৃত ওসি আমিনুর রহমান কে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

প্রকাশিত,০৭, নভেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া থানায় গতকাল (রবিবার) যোগদান করেছেন অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান। ইতিমধ্যে সদ্য সাবেক অফিসার ইনচার্জ এস.এম কামরুজ্জামান সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

আলোচিত সমালোচিত সদ্য সাবেক অফিসার ইনচার্জ এস. এম কামরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে গোপন সূত্রের খবর। জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর পূর্ন জন্মভূমি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সন্তান খন্দকার আমিনুর রহমানকে টুঙ্গিপাড়ায় যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ টুঙ্গিপাড়ায় হওয়ায় তাকে দিনের বেশিরভাগ সময় ই ব্যস্ত থাকতে হবে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতকরণে। এতে করে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় কম মনোনিবেশ করতে পারবেন। . টুঙ্গিপাড়ায় বেশ কয়েকটি রুট দিয়ে মাদক প্রবেশ করে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য, বাঁশবাড়িয়া রুট যেখান থেকে কোটালীপাড়া এবং পিরোজপুরের নাজিরপুরের মালিখালি দিয়ে মাদক প্রবেশ করে। দ্বিতীয়তঃ পাটগাতি শেখ লুৎফর রহমান সেতু রুট যেখান থেকে বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুর দিয়ে মাদক প্রবেশ করে।।

তৃতীয়তঃ ঘোনাপাড়া রুট যেখান থেকে যশোর, খুলনা, মোল্লাহাট এবং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় মাদক প্রবেশ করে। চতুর্থতঃ গোপালপুর রুট যেখান থেকে কোটালীপাড়া হয়ে মাদক প্রবেশ করে। টুঙ্গিপাড়ার জনমানুষের যে প্রত্যাশা, এসব মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অতিতে আশাতীত সাফল্য দেখাতে পারেনি টুঙ্গিপাড়া থানা পুলিশ। তাই নবাগত খন্দকার আমিনুর রহমানের সাফল্য ব্যর্থতা অনেকটা নির্ভর করবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার ক্ষেত্রে। . টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে জুয়ার আসর বসে। জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। এসব আসরে প্রভাবশালীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তাই জুয়া খেলা নিয়ন্ত্রণ করতে হলে নতুন ওসিকে সতর্কতার সাথে সাহসী ভূমিকা পালন করতে হবে।