প্রকাশিত,০২,জুলাই, ২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়রে স্থানীয় সরকার বিভাগের
নব যোগদানকৃত সচিব আবু হেনা মোরশেদ জামান, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ।
সোমবার দুপুর তারা টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধু এবং ১৫ই আগস্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্য'র রুহের আত্মার মাগফিরাত কামনায় ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক ডাঃ মোঃ সারোয়ার বারী, যুগ্ম সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকি , বি আর টি সির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বি আর টি এ প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তরের চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, এলজিইডি গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, এবং ডিপি এইচই গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ সহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তির্বগরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১জুন (মঙ্গলবার) আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২৩ জুন তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে দায়ত্বি গ্রহণ করনে।