প্রকাশিত,৩০,ডিসেম্বর,২০২৩
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ (৩০ ডিসেম্বর) শনিবার গোপালগঞ্জে নিজ নির্বাচনী (টুঙ্গিপাড়া -কোটালিপাড়া) এলাকায় দুটি জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। উৎসবের আমেজ বিরাজ করছে জেলা শহরের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রথমে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এরপরে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
অন্যদিকে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সভাস্থল ও আশপাশের এলাকা। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। সৃষ্টি হয়েছে উৎসবের আবহ। জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতাকর্মীদের।
ইতোমধ্যে দু’টি জনসভাস্থলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :