টুঙ্গিপাড়ায় থানা পুলিশের কর্মবিরতির সুযোগে জায়গা দখল ও প্রাণ নাশের হুমকি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১৪, ৭:২৯ অপরাহ্ন /
টুঙ্গিপাড়ায় থানা পুলিশের কর্মবিরতির সুযোগে জায়গা দখল ও প্রাণ নাশের হুমকি।

প্রকাশিত,১৪,আগস্ট, ২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে প্রভাবশালী ম্রীরামকান্দি গ্রামের কিছু উগ্রবাদী মহল সারা দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্মবিরতির সুযোগ ব্যবহার করে মো. ফায়েক শেখ (৫৫) পিতা- মৃত পাচু শেখের ক্রয়কৃত নিজ নামীয় দলিলিয় সম্পত্তি জোর দখল করে নেয়। জমির মালিক সন্ত্রাসীদের ভূমি দস্যুদের বাঁধা দিলে তাকে প্রকাশ্য হত্যা করার হুমকি দেয়।
খবর পেয়ে সরেজমিনে গেলে দেখা যায়, সন্ত্রাসী ভুমিদস্যূ চান মিয়া ও তার বাহিনী এস্কোভেটর দিয়ে ফায়েক শেখের ক্রয়কৃত বাশুড়িয়া মৌজার ২৬ নং খতিয়ানের ১৫৬ দাগে খতিয়ান নং-৩২৪, দলিল নং-১৩২৮ এর ৩৩ শতাংশ জমির মাটি কেটে ঘর তুলে উল্লাস করছে। গণমাধ্যম কর্মীদের গভীর তদন্তে আরো জানা যায়, দখলকারী ভুমিদস্যূরা টুঙ্গিপাড়ার প্রভাবশালী শ্রিরামকান্দী গ্রামের লাঠিয়াল প্রকৃতির লোকজন ।এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ তো দূরের কথা নেতা ও চেয়ারম্যান অনেকে কথা বলতে সাহস পায় না। ফায়েক শেখের জায়গায় ভুমিদস্যূরা তাদের নামের সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়।
এ ব্যপারে ভুক্তভোগী জমির প্রকৃত মালিক বলেন, আমার ক্রয় করা জমিকে উপর সরকারের নামজারি করা আছে। আমার জায়গা যারা দখল সিহাব মোল্লা পিতা- ফজলে হক মোল্লা, মোস্তফ কামাল চান মিয়া মোল্লা, পিতা- ফনাজ উদ্দিন শেখ ওরা সন্ত্রাসী ভূমি দস্যু প্রকৃতির লোক। এদের নামে আগে পরেও এই এলাকায় জমি দখলের রেকর্ড আছে।এদের ভয়ে কেউ কথা বলে না। এরা আমার জায়গাটা দখল করার জন্য বহুদিন যাবৎ পাঁয়তারা চালাচ্ছ্। বর্তমান সময়ে দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ বহীনির কর্মবিরতির কার্যক্রম দেখে সুযোগ বুঝে আমার জমিটা ওরা দখল করেছে। এ ব্যপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সুবিচার কামনা করছি।
এলাকা বাসীর কাছে এই জমি দখলের ব্যপারে জানতে চাইলে এলাকার এক প্রবিন মুরুব্বি মোন্তার ফরাজী বলেন,
এই জায়গার ক্রয় সূত্রে প্রকৃত মালিক ফায়েক শেখ। তার দলিলিও সম্পত্তি ওরা জোর করে দখল করেছে। আমরা কিছু বললে ওরা আমাদেরকে মারতে আসে।
এ ব্যপারে টুঙ্গিপাড়া থানায় ফায়েক শেখ বাদী হয়ে সিহাব মোল্লা পিতা- ফজলে হক মোল্লা, মোস্তফ কামাল চান মিয়া মোল্লা, পিতা- ফনাজ উদ্দিন শেখ ও খলিল পিতা- সায়েব আলী শেখ এর নামে ১২/০৮/২০২৪ তারিখে একটি অভিযোগ দায়ের করেন।
টুঙ্গিপাড়ার এই সক্রিয় সন্ত্রাসী, ভুমিদস্যূ ও দাঙ্গাবাজ প্রকৃতির লোকজনদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ গ্রেফতারের দাবি জানাচ্ছি।