প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২৩
মাসুদ রানা,বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার(২৯ সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার তিন শাতাধিক মানুষ অংশ নেয়। এ সময় তারা বদলিকৃত ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান গত বছরের ১লা মার্চ বাসাইল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে নানামুখী উদ্যোগ গ্রহন করেন। এর ধারাবাহিকতায় উপজেলার প্রতিটিস্থরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বর্তমান সময়ে এর সুফল পাচ্ছেন উপজেলার সর্বস্থরের মানুষ।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধা চানু খান বলেন, বাসাইল থানার বর্তমান ওসি মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ আমাদেরকে ব্যথিত করেছে। তাঁরমতো ওসি বাসাইলে প্রয়োজন। আমি তার বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।
বাসাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাংঘঠনিক সম্পাদক মোস্তফা খান রাজীব বলেন, ওসি মো. মোস্তাফিজুর রহমান বাসাইল উপজেলর অসংখ্য দিনমুজুর শ্রমিকসহ সর্বস্থরের সাধারন মানুষের কল্যাণে কাজ করেছেন। বাসাইলবাসী তার বদলি আদেশ প্রত্যাহার চায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়মিত বদলি। শনিবার বাসাইল থানায় নতুন ওসি যোগদান করবে বলেও তিনি জানান।
মাসুদ রানা
বাসাইল,টাঙ্গাইল
২৯.০৯.২৩