টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একই রশিতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-১৬, ৯:০৬ পূর্বাহ্ন /
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একই রশিতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা।

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে দুই নর-নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহনকারীরা হলেন- আলেয়া (৩৯) এবং শাহজাহান (৩৫)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে জানা গেছে। তারা গোপনে বিয়ে করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷
পুলিশ কর্মকর্তা রাহেদুল বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তারিখঃ ১৬/১০/২০