প্রকাশিত,০৩, ফেব্রুয়ারি,২০২৪
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট)ঃ
বিশিষ্ট রন্ধন শিল্পী জনাব টমি মিয়া এমবিই, সিলেটে গড়ে তুলেছেন, শেফ ট্রেনিং সেন্টার।
আজ ৩ ফেব্রুয়ারী’শনিবার ৪ ঘটিকার সময় সিলেট রিকাবী বাজার টমি’মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ইউ কে ওয়ার্ক পারমিট বিষয়ক সেমিনার সম্পন্ন হয় ঝাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উক্ত সেমিনারে যোগ দেন, জনাব আলহাজ্ব সুরুজ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের এমডি তাজুল ইসলাম, এডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম, মার্কেটিং ম্যানেজার বেলাল আহমদ’ শেফ টিচার কাওসার আহমেদ প্রমুখ।
সেমিনারে আলহাজ্ব সুরুজ আলী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :