প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২৪
রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসন। এ আসনে মোট ৩জন প্রতিদ্বন্দী প্রার্থী। আ'লীগ মনোনীত প্রার্থী ১৪দলের সমন্বায়ক ও মুখপাত্র হেবি ওয়েট নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ১লাখ ৩৭হাজার ১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনিত প্রার্থী লাঙল প্রতীক নিয়ে নাসির উদ্দীন এমরান পেয়েছেন ৪হাজার ৩'শ ১২ ভোট। অপর এনডিপি মনোনিত প্রার্থী মোঃ ফোরকান হোসেন আম প্রতীকে পেয়েছেন ৩হাজার ২'শ ৫০ ভোট।
এছাড়াও রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসন। এ আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
ব্যাপক আলোচিত বিএনপি ছেড়ে আসা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর নৌকা প্রতীকের প্রার্থী ৯৫হাজার ৪'শ ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. এজাজুল হক লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার৷ ২'শ ৭২ ভোট।
তৃণমূল বিএনপির প্রার্থী জসীম উদ্দিন তালুকদার সোনালি আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ২'শ ৮২ ভোট।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মজিবর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১'শ ৪২ ভোট।
জাকের পার্টির আবু বক্কর সিদ্দিক গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১হাজার ৬'ম ২৪ ভোট।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।
স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছেন ৬'শ ২৫ ভোট।
অপর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩'শ ৭০ ভোট।