ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৯, ৮:৪৬ অপরাহ্ন /
ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ।

প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৪

আমির হোসেন ,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের JKRN ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

(১৯ জানুয়ারী) শুক্রবার বিকাল ৩ টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানে দপ্তর সম্পাদক আতিয়ার রহমান সোহেলের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, সাবেক কাস্টমস কমিশনার, কানাডা প্রবাসী নাচনমহলের আলোকিত সন্তান মিঃ নুর মোহাম্মদ মিয়া সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, চট্রগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃআরিফুর রহমান নাসির, মোল্লার হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রানাপাশা মাঃ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি কবির হোসেন, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত লাইব্রেরিয়ান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, রানাপাশা মাধ্যমেিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবতী, নাচনমহল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী খান, প্রতাপ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ হাওলাদার, নাচনমহল ইউ পি সদস্য মোঃ শাহ আলম খোকন প্রমূখ।

এছাড়াও সভায় এলাকার সুধীজনসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা অনুষ্ঠান শেষে নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির ৪ জন এবং রানাপাশা মাঃ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিপ্রতি ৪ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও বিণামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।