প্রকাশিত, ০৪-০১-২০২১
আমবর হেসেন,ঝালকাঠিঃ
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ার ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় সংঘর্ষের পর আনিছুর রহমান বিশ্বাস (রুম্মান) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন ও ওসি মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তাঁরা নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন এ প্রতিবেদককে জানান লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
নিহত রুম্মান ওই এলাকার আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে এবং এম খান গ্রুপের দপদপিয়া টোল ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতো বলে জানা গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :