ঝালকাঠিতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-০৯, ৫:১৫ অপরাহ্ন /
ঝালকাঠিতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু।

প্রকাশিত,০৯, অক্টোবর,২০২৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার ভোরে উপজেলার ১ নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী (২নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া বেগম ওই গ্রামের মো. কালাম জমাদ্দারের স্ত্রী ও চার সন্তানের জননী।

নিহতের স্বজন কুদ্দুস জমাদ্দার বলেন, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পরে খাটের উপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

১ নং চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে পার্শ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।