প্রকাশিত,২৮, নভেম্বর,২০২৩
বিশেষ প্রতিনিধি::::::
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামে গাছ লাগিয়েছিলেন মোহাম্মদ লিয়াকত আলীর পিতা মৃত আব্দুল কাদের। আব্দুল কাদের মারা যাওয়ার রেখে যায় দুই ছেলে। কিছুদিন পর পর তাদের জমি জায়গা নিয়ে বিরোধ লাগতো সে কারণে তারা দুই ভাই জীবননগর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে তাদের দুই ভাইয়ের নামে জমির রেজিস্ট্রি করে নেয়।এদের জমির রেকর্ড দুই ভাইয়ের নামে রয়েছে। কিন্তু ছোট ভাই ইকরামুল হক বড় ভাইকে কোন কিছু না জানিয়ে জমির কাজগুলো কেটে নেয়। বড় ভাই লিয়াকত আলি ছোট ভাইয়ের হাত থেকে গাছগুলো বাঁচানোর জন্য জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে । ডায়েরি করার পর ঘটনাস্থলে জীবননগর থানা হতে এসআই মাহবুবুর রহমান উপস্থিত হয়।এসময় তিনি স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলেন বলার পরে তিনি মীমাংসার জন্য একটা দিন ধার্য করে।কিন্তু মীমাংসার জন্যই ধার্যকৃত দিন আসার আগেই গাছপালা কেটে বিক্রি করে ফেলে ছোট ভাই ইকরামুল হক। বড় ভাই লিয়াকত আলী বলে এই ঘটনার পরে আমরা কাগজপত্র নিয়ে থানায় গেলে আমাদেরকে রক্ষা করেনি জীবননগর থানা পুলিশ ভুক্তভোগী লিয়াকত আলি জানায় আমার ছোট ভাই ইকরামুল হক প্রশাসন ও স্থানীয় নেতাদের সহায়তাই গাছপালা বিক্রি করে দেয়। বড় ভাই লিয়াকত আলি বলে এই ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্ত করে দোষী কে আইনের আওতাই আনা হোক।
আপনার মতামত লিখুন :