আন্তর্জাতিক ডেস্কঃ
প্রকাশিতঃ ২৭ জুন ২০২২
চীনের উদ্যোগ ঠেকাতে জি-৭’র ৬০ হাজার কোটি ডলারের তহবিল।
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) ঠেকাতে ৬০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। এই অর্থ নিম্নআয়ের দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে।
গত রোববার (২৬ জুন) জার্মানিতে আলোচনায় বসেছিলেন গ্রুপ অব সেভেনের (জি৭) শীর্ষ নেতারা। সেখানে প্রথম ঘোষণাই ছিল ৬০ হাজার কোটি ডলারের এই পরিকাঠামো তহবিল।
চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বিভিন্ন দেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করছে। তার বিপরীতে এই প্রকল্প হাতে নিলো জি-৭।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই বিনিয়োগের ফলে সবাই লাভবান হবেন। যুক্তরাষ্ট্রের মানুষও লাভবান হবে। সার্বিকভাবে অর্থনীতি উপকৃত হবে।
চীনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিআরআই চাপিয়ে দিয়ে নিম্নআয়ের দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলছে। এর মাধ্যমে দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বাণিজ্য বিস্তার করছে।
জি-৭’র নতুন তহবিল থেকে অ্যাঙ্গোলায় ২০০ কোটি ডলার দিয়ে একটি সোলার ফার্ম গড়ে তোলা হবে, ৩২ কোটি ডলার দিয়ে আইভরি কোস্টে হাসপাতাল তৈরি হবে। দক্ষিণপূর্ব এশিয়ায় চার কোটি ডলার দিয়ে আঞ্চলিক পর্যায়ে বিকল্প শক্তি ব্যবহারে উৎসাহিত করা হবে।
জি-৭ শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাজ্য ঘোষণা দেয়, তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করছে। এর ফলে মস্কোর ওপর আরও চাপ তৈরি হবে বলে মনে করছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জি-৭ বৈঠকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হবে।
সূত্রঃ ডয়েচে ভেলে
আপনার মতামত লিখুন :