প্রকাশিত,২৮, আগস্ট,২০২৩
রুবেল চিরিরব বন্দরে দিনাজপুর প্রতিনিধিঃ
জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় পীরগঞ্জ থানার নিখোঁজ জিডি নং-১২৮০, তারিখ ২২/০৮/২০২৩ ইং মূলে ভিকটিম মোছাঃ জিনিয়া আক্তার (১৬), পিতা মোহাম্মদ রুস্তম আলী, গ্রাম সূর্যপুর, থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও কে, দিনাজপুর জেলার সদর থানার কালুর মোড় এলাকা থেকে উদ্ধারপূর্বক পীরগঞ্জ থানার জিডি নং-১৫৪৭, তারিখ ২৭-৮-২০২৩ খ্রিষ্টাব্দ মূলে তার পিতার জিম্মায় প্রদান করা হয় এবং বালিয়াডাঙ্গী থানার জিডি নং-১১৯৭, তারিখ-২৬/০৮/২০২৩ খ্রিঃ মুলে নিখোঁজ শ্রী জতিস চন্দ্র সিংহকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানাধীন গরপড়া গ্রাম হইতে উদ্ধারপূর্বক বালিয়াডাঙ্গী থানার জিডি নং-১২৩১, তারিখ-২৭/০৮/২০২৩ ইং মূলে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :