জামালপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা -সংবর্ধনা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-২৪, ৩:১২ অপরাহ্ন /
জামালপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা -সংবর্ধনা  ।

প্রকাশিত,২৪, দূর,২০২৩

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা -২০২৩ইং – সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৩ জুন সকাল ১১টার দিকে স্থানীয় শ্রী শ্রীঁরী দয়াময়ী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা, সদর ও পৌর শাখা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়’র সঞ্চালনায় গীতা পাঠ প্রতিযোগিতা – সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জামালপুর ও টাঙ্গাইল জেলার ট্রাস্টি অংকন কর্মকার,শ্রী শ্রীঁরী দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র বণিক, শ্রী শ্রী রাঁধা গোবিন্দ জিউ মন্দির পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু,জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জামালপুর সহকারী প্রকল্প পরিচালক প্রীতিলতা অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষীকান্ত পন্ডিত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ পাল রানা,৫নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা প্রমুখ।
এছাড়াও শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক সুবাস চন্দ্র সাহা,সদস্য সচিব উত্তম কুমার দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষীকা,ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।

তারিখ ২৪-৬-২৩ইং