জামালপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৭, ৯:০৪ অপরাহ্ন /
জামালপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত।

প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি।

জামালপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভোর সকাল ৬.৩০ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ সদর আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন খান এর দিকনির্দেশনায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান নেতৃবৃন্দ। জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান জনি সহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তারিখ -১৭-১২-২৩ইং