জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-০৬, ৭:২২ অপরাহ্ন /
জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

প্রকাশিত,০৬, অক্টোবর,২০২৩

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধিঃ

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা।

৬ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমলাতলা হয়ে পুনরায় দয়াময়ীমোড় গিয়ে শেষ হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেন বণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুপ কুমার দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার পন্ডিত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব দে বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক সরস্বতী রাজবর,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সুভাস চন্দ্র সাহা, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক চন্দন দত্ত,পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার দেবনাথ, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুল রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি বিদ্যুৎ কুমার দেব প্রমুখ।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।