প্রকাশিত,১৬, আগস্ট,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে হাফেজানগর বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
১৫ আগষ্ট মঙ্গলবার সকালে স্থানীয় বোসপাড়া বাগানবাড়ী হাফেজানগর বালিকা দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
হাফেজানগর বালিকা দাখিল মাদ্রাসার সুপার সেলিনা আক্তারের সভাপতিত্বে ও বাংলা সহকারী শিক্ষক তৌহিদা জাহানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী সুপার এম এ জলিল তারা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক রাশেদা খাতুন,নজরুল ইসলাম, রিমা পারভীন, জান্নাতুল ফেরদৌসী,রতনা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
এসময় অত্র মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষীকা,শিক্ষার্থী,অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঙালি জাতির মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মৌলভী সহকারী শিক্ষক হযরত মাওলানা হাবিবুল্লাহ।
অত্র মাদ্রাসার সুপার সেলিনা আক্তারের সভাপতির বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
তারিখ -১৬-৮-২৩ইং
আপনার মতামত লিখুন :