জামালপুরে হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ – ভক্তবৃন্দের উদ্যোগে মানববন্ধন


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২১, ১০:০৮ অপরাহ্ন /
জামালপুরে হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ – ভক্তবৃন্দের উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত,২১, মার্চ,২০২৪

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত সাঈম খাজা নুরি চিশতী ও তার ভক্তদের উপর হামলা, মারধর,দরবারে প্রবেশে বাধা প্রদান, হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে জামালপুরে হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ – ভক্তবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ ও ভক্তবৃন্দ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শামীম আলম, গোলাম মোস্তফা, দৌলত সরদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী তৌহিদুল্লাহ আজমীরগঞ্জ দরবার শরীফে হযরত সাঈম খাজা নুরি চিশতীসহ তার ভক্তদের প্রবেশে বাধা প্রদান করে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপর হামলা, মারধর, নির্যাতন, হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভক্তরা তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন।

তারিখ -২১-৩-২৪ইং