প্রকাশিত,২৭, জুলাই,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, মীর কাইয়ুম, জাহিদুল ইসলাম রাজু, এস এম মেহেদী হাসান, জাহিদুর রহমান সুমন, আনোয়ার হোসেন সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুবেল, আনোয়ারুল ইসলাম সুজন, জাহিদ রানা সরদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাগর, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান মিলন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাকলি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শাবিবুর রহমান টিটু, আল সাদী, মুগ্ধ, রবিনসহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্ত হবে বলে জানান নেতৃবৃন্দ।
তারিখ -২৭-৭-২৩ইং
আপনার মতামত লিখুন :