প্রকাশিত,২৯, মার্চ,২০২৪
হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরে যুবনেতা এম শুভ পাঠানের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এইবারও নিম্ন আয়ের অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ শুক্রবার বিকালে স্থানীয় দয়াময়ীমোড়, বসাকপাড়া,চালাপাড়া সহ শহরের বিভিন্ন প্রয়েন্ট এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে যুবনেতা সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্রনেতা মাকসুদুর রহমান নবীন,রেজুয়ানুল কবির অপু,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরুণ ছাত্রনেতা রিপন হোসেন হৃদয়, আল-আমীন সরকার সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
যুবনেতা শুভ পাঠান কে সাংবাদিকরা প্রশ্ন করে বলেন আপনি কি এইভাবে প্রতিনিয়ত নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করবেন, জবাবে তিনি বলেন আমার সাধ্যমত আমি অসহায় দুস্থ মানুষের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ।
তারিখ -২৯-৩-২৪ই
আপনার মতামত লিখুন :