প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৪
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর পৌর শাখার সভাপতি হিসেবে মাসুদ প্রধান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়াসহ ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৫জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরো ১জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম মিয়া।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মোফাজ্জল, দপ্তর সম্পাদক নাজমুল মিয়া, অর্থ সম্পাদক জহির উদ্দিন, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মো. এমদাদুল, ক্রীড়া ও সাংস্কুতি বিষয়ক সম্পাদক মো. আলমগীর, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,প্রাণ ও পুনর্বাসন সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: আমেনা নির্বাচত হয়েছেন।
এছাড়াও, সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: খলিলুর রহমান। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪জন।
আপনার মতামত লিখুন :