জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়ার্ড যুবদলের র‌্যালি।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১৫, ১১:১৬ অপরাহ্ন /
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়ার্ড যুবদলের র‌্যালি।

প্রকাষিত,১৫,নভেম্বর

গাজীপুর প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ১৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডে ১৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মুন্সীর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু করে রাজবাড়ি মাঠে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়‌।  র‌্যালিতে হাজারো নেতাকর্মী যোগ দেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ১৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মুন্সীসহ সংগঠনের নেতারা।